পলাশবাড়ী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৩নংপলাশবাড়ী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ পলাশবাড়ী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ৩নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৫.১২(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৬০৩১(প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -৮টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর যান, সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৬টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
নিম্ন মাধ্যমিক ১ টি
মাদ্রাসা- ২টি।
উর্চ্চ মাধ্যমিম বিদ্যালয়- ৪টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: হাবিবুর রহমান (ইসলাম)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- আশেকের মাজার।মজজিদ এবং মন্দির
ট) ঐতিহাসিক/পর্যটন স
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৩ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৪/২০০৩ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০৩/২০০৩ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০০৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
গ্রাম: শিধনগ্রাম,ছোটশিমুলতলা ,হিজলগাড়ী ,কালুগাড়ী ,নুনিয়াগাড়ী,জগরজানী,বৈরীহরিনমারী,জাসালপুর,হরিনমারী,শিবরামপুর, সুইগ্রাম,উদয়সাগর,গিরিধারীপুর,প: গোয়ালপাড়া,নুরপুর বাড়াইপাড়া,বাশকাটা,মহেশপুর,আমবাড়ী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
০১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
০২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
০৩) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা = ২ জন।
০৪) গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস